শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৮Rajat Bose
মিল্টন সেন, হুগলি: যাত্রী নিরাপত্তা অনেক দূরের কথা, রিজার্ভেশন থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি বহু যাত্রী। ভিড় সামাল দেওয়ার কোনও ব্যবস্থা নেই। অভিযোগ জানানোর জায়গা নেই। দেখা মেলেনি রেল পুলিশ, টিটি বা রেলের কোনও আধিকারিকের। রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। কুম্ভস্নান করতে প্রয়াগরাজে গিয়ে নির্মম অভিজ্ঞতা পূণ্যার্থীদের। রিজার্ভেশন টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি হাজার হাজার পূণ্যার্থী। বাধ্য হয়ে বহু টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের ২০ জন পর্যটক। গত ৯ ফেব্রুয়ারি ট্রেন ধরে পরদিন অযোধ্যায় পৌঁছন শ্রীরামপুরের ২৯ জন পূণ্যার্থী। পর্যটকদের মধ্যে অধিকাংশই ছিলেন প্রবীণ মহিলা।
অযোধ্যা থেকে বেনারস কাশি বিশ্বনাথ ঘুরে গত ১৪ তারিখ তাঁরা প্রয়াগে মহাকুম্ভে পূন্যস্নান করেন। তাঁদের সকলের গত শনিবার ১৫ তারিখ বিকেল ৪ টে ১০ নাগাদ দুন এক্সপ্রেসের টিকিট ছিল। নির্ধারিত সেই ট্রেন প্রায় তিন ঘণ্টা পরে স্টেশনে ঢোকে সন্ধে সাতটায়। ট্রেন স্টেশনে এসে দীর্ঘ সময় দাড়িয়ে থাকে। ট্রেন ছাড়ে রাত ৯ টা নাগাদ। দুন এক্সপ্রেস স্টেশনে আড়াই ঘণ্টা দাড়িয়ে থাকলেও সেই ট্রেনে উঠতে পারেননি তাঁরা। অনেক চেষ্টা করেও ট্রেনের কামরার সামনেই পৌঁছতে পারেননি একজনও। শ্রীরামপুর মরাদানের বাসিন্দা তরুণ কোলে জানিয়েছেন, তাঁর আত্মীয় বন্ধুদের পরিবার একসঙ্গে মাঝেমধ্যেই বেড়াতে গিয়ে থাকেন। এবারে কুম্ভে যাবেন ঠিক করেছিলেন। তাই দু’মাস আগেই ট্রেনে টিকিট কেটেছিলেন। দুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ২০ জনের রিজার্ভেশন টিকিট ছিল। বাকি ৯ পর্যটকদের রিজার্ভেশন ছিল এসিতে। ফেরার সময় এসিতে রিজার্ভেশন থাকা ৯ জন কোনওভাবে ট্রেনে উঠতে পারলেও বাকি ২০ জন ট্রেনে ওঠা তো দূরের কথা, কাছেও পৌঁছতে পারেননি। টানা আড়াই ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। সারা রাত বেনারস স্টেশনে কাটিয়ে পরদিন আবার টিকিট কেটে কোনওভাবে কুম্ভ স্পেশাল ট্রেনে করে পন্ডিত দীন দয়াল উপাধ্যায় (মুঘলসরাই) স্টেশনে পৌঁছন।
আশা করেছিলেন সেখান থেকে যদি কোনও ট্রেন পাওয়া যায়। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন অবস্থা আরও খারাপ। বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিয়েও লাভ হয়নি। বাস না পেয়ে অবশেষে একটি ইনোভা এবং দুটি বোলেরো গাড়ি ভাড়া করেন। তিনটি গাড়ির ভাড়া হয় ৭২ হাজার টাকা। সোমবার ভোরে সেই ভাড়া গাড়িতে তাঁরা বাড়ি ফেরেন। তরুণ বাবু আরও জানিয়েছেন, স্টেশনে বা ট্রেনে কোনও আরপি এফ নজরে পড়েনি। টিটি নেই, যাত্রীদের দুরবস্থা বা নিরাপত্তা দেখারও কেউ ছিল না। মানুষ মরল কি বাঁচল দেখার কেউ নেই। চরম অব্যবস্থার ছবি সর্বত্র। ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি তাঁদের এক জনও। পর্যটক সুজাতা ঘোষাল বলেছেন, বাধ্য হয়ে তিনি হেঁটে ঘুরেছেন, তবু শান্তিতে ছিলেন। ট্রেনে ওঠার পর চরম কষ্ট! উপায় ছিল না, সহ্য করেছেন। এত টাকা গাড়ি ভাড়া দিয়ে ফিরতে হবে, কখনও ভাবেননি। গত শনিবার দিল্লি স্টেশনে যাত্রীদের হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন পর্যটকের। ট্রেনে ফেরার চেষ্টা করলে তাঁদেরও এমনই অবস্থা হত বলে দাবি করেছেন শ্রীরামপুরের পর্যটকরা।
ছবি: পার্থ রাহা
নানান খবর
নানান খবর

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে